নিজস্ব প্রতিবেদক,
ইস্কনের চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীসহ ১৯ জনের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ, উত্তেজনা সৃষ্টি, এবং জাতীয় পতাকা অবমাননার অভিযোগে মামলা দায়ের করা হয়েছে। চট্টগ্রাম নগরের কোতোয়ালি থানায় এই মামলা দায়ের করেন বিএনপি নেতা মো. ফিরোজ খান। অভিযোগে বলা হয়েছে, গত ২৫ অক্টোবর লালদীঘি মাঠে সনাতন জাগরণ মঞ্চের সমাবেশের সময় জাতীয় পতাকার উপর গেরুয়া রঙের ধর্মীয় পতাকা উত্তোলনের ঘটনা ঘটে, যা সামাজিক যোগাযোগ মাধ্যমে সমালোচনার জন্ম দেয়।
চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেপ্তারের প্রতিবাদে ইসকন সদস্যরা ৬৪ জেলায় বিক্ষোভ ও সমাবেশ করে এবং মামলাটি দ্রুত প্রত্যাহারের জন্য আল্টিমেটাম দেয়। এসব কর্মসূচির কারণে বিভিন্ন স্থানে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি হয়েছে বলে জানা গেছে।
ইসকনের নেতা চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর বিরুদ্ধে দায়ের করা মামলায় রাষ্ট্রদ্রোহ, উত্তেজনা সৃষ্টি এবং জাতীয় পতাকা অবমাননার মতো গুরুতর অভিযোগ আনা হয়েছে। অভিযোগে উল্লেখ করা হয়েছে, গত ২৫ অক্টোবর চট্টগ্রামের লালদীঘি মাঠে অনুষ্ঠিত সনাতন জাগরণ মঞ্চের সমাবেশে জাতীয় পতাকার ওপর গেরুয়া রঙের ধর্মীয় পতাকা উত্তোলন করা হয়। এই ঘটনা সামাজিক মাধ্যমে প্রচারিত হলে ব্যাপক সমালোচনার মুখে পরে।
চিন্ময় কৃষ্ণসহ অন্যদের বিরুদ্ধে পেনাল কোডের ১২০(খ), ১২৪(ক), ১৫৩ এবং ১০৯ ধারায় মামলা হয়েছে। ঘটনায় প্রাথমিকভাবে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। ইসকন সদস্যরা এ গ্রেপ্তারের প্রতিবাদে ৬৪ জেলায় বিক্ষোভ ও সমাবেশ করে এবং মামলার দ্রুত প্রত্যাহারের জন্য সময়সীমা বেঁধে দেয়। এর ফলে দেশে অস্থিতিশীল পরিবেশ তৈরি হয়।
স্থানীয় প্রশাসন জানিয়েছে, পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। বিক্ষোভ ও উত্তেজনা সত্ত্বেও বিভিন্ন সংগঠন ও গোষ্ঠী বিষয়টি নিয়ে বিভক্ত প্রতিক্রিয়া জানিয়েছে। এ
ঘটনার সমাধান নিয়ে প্রশাসনের ওপর চাপ বাড়ছে।
H B Tv news.প্রধান উপদেষ্ঠা কাজী আবু মুসা H B Tv news.প্রধান উপদেষ্ঠা কাজী আবু মুসা সিদ্দিকী, হাফেজ নুরে আলম সিদ্দিকী,মাও: জুনাইদ আল হাবিব। প্রধান সম্পাদক :- কবি ও গবেষক - মাহমুদুল হাসান নিজামী, সম্পাদক ও প্রকাশক:- এম.কে.জাকির হোসাইন বিপ্লবী, সম্পাদক :- আহমেদ হোসাইন ছানু,সাধারণ সম্পাদক:- মোহাম্মদ আলী মোড়ল,মোছাঃ লিপি আক্তার, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক :-আহসান হাবীব ইমরুজ,আইন বিষয়ক সম্পাদক :-মোঃ আমিনুল ইসলাম,ধর্ম বিষয়ক সম্পাদক :- ডাঃ মাও:- শাহ্ কামাল,সাহিত্য বিষয়ক সম্পাদক :- কবি মিযানুর রহমান,গাজী লতা ইসলাম,প্রচার সম্পাদক:- রাহাদুল ইসলাম রাহাদ ও মনির খান, মিডিয়া সম্পাদক :-মোঃ সাইফুল্লাহ মিয়া,মোঃ আবু সাঈদ,যোগাযোগ:-হোয়াটসপ 01920125278/01715-907221.. প্রধান কার্যালয়:- মতিঝিল,তোফখানা রোড, সেগুন বাগিচা,হাইস্কুলের বিপরীত পার্শ্বে,স্বরলিপি পাবলিকেশন।www.hbtvbd.com/[email protected]