
সময়টা বেশ যাচ্ছে নারে
মন খারাপের ভীরে
হৃদয় মাঝে ঝড় উঠে রোজ
তোমার জন্য নীড়ে।
কখন বলবে মনের কথা
সেই আশাতেই রই
হাজার গল্পের ভীরের মাঝে
তোমার কথাই কই।
হাজার কথা বলবে এসে
বাজবে আমার অন্তরে
কাঁপুন জাগে হৃদয়মাঝে
আছো নাকি মন্তরে।
বেলা শেষে গোধূলিতে
সুর্য্য ডুবে পাটেতে
আমি আছি নিরেট বোকা
তোমার আশায় ঘাটেতে।
বলবে কখন মনের কথা
চাঁদনী কিংবা নিশীথে
দগ্ধ হৃদয় পুড়ছে দেখ
ভালোলাগার বিষেতে।
অপেক্ষা আর শেষ হয়না
ওহে রাঙা ললনা
চুপটি করে ভালোবেসো
আর করোনা ছলনা।
Post Views: ৬৯