[caption id="attachment_79891" align="aligncenter" width="150"]
কবিতা:-একুশের টান[/caption]
- কবি:-মোহাম্মাদ নাঈম কাকন
ফেব্রুয়ারি একুশ টানে
আমরা করি বরণ,
যাদের ত্যাগের রক্তদানে
আজও করি স্মরণ।
তাদের চিহ্নে গগণ উড়াই
স্বাধীন পতাকা,
হাজার প্রাণের বিনিময়
মানচিত্রে আঁকা।
যাদের রক্তে মায়ের ভাষা
আমরা চিনেছি,
সালাম রফিক জব্বার শফিক
বীর মেনেছি।
মায়ের ভাষা বাংলা ভাষা
শ্রেষ্ঠ সেরা ধন,
যাদের জন্য পেলাম মোরা
ভুলবোনা কখন।
রাষ্ট্র ভাষা বাংলা ভাষা
যাদের রক্তে কেনা,
একুশ এলে পুষ্প দিয়ে
করি সম্মাননা।
H B Tv news.প্রধান উপদেষ্ঠা কাজী আবু মুসা H B Tv news.প্রধান উপদেষ্ঠা কাজী আবু মুসা সিদ্দিকী, হাফেজ নুরে আলম সিদ্দিকী,মাও: জুনাইদ আল হাবিব। প্রধান সম্পাদক :- কবি ও গবেষক - মাহমুদুল হাসান নিজামী, সম্পাদক ও প্রকাশক:- এম.কে.জাকির হোসাইন বিপ্লবী, সম্পাদক :- আহমেদ হোসাইন ছানু,সাধারণ সম্পাদক:- মোহাম্মদ আলী মোড়ল,মোছাঃ লিপি আক্তার, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক :-আহসান হাবীব ইমরুজ,আইন বিষয়ক সম্পাদক :-মোঃ আমিনুল ইসলাম,ধর্ম বিষয়ক সম্পাদক :- ডাঃ মাও:- শাহ্ কামাল,সাহিত্য বিষয়ক সম্পাদক :- কবি মিযানুর রহমান,গাজী লতা ইসলাম,প্রচার সম্পাদক:- রাহাদুল ইসলাম রাহাদ ও মনির খান, মিডিয়া সম্পাদক :-মোঃ সাইফুল্লাহ মিয়া,মোঃ আবু সাঈদ,যোগাযোগ:-হোয়াটসপ 01920125278/01715-907221.. প্রধান কার্যালয়:- মতিঝিল,তোফখানা রোড, সেগুন বাগিচা,হাইস্কুলের বিপরীত পার্শ্বে,স্বরলিপি পাবলিকেশন।www.hbtvbd.com/[email protected]