কবিতা:-“ব্যর্থতা”

কবিতা:-“ব্যর্থতা”
কলমে : পারুল আক্তার পান্না

আমার ইচ্ছে গুলো আহত আজ
নির্বাক বাকরুদ্ধ হৃদয়,
আত্ম দহনের নীল বেদনায়
সম্পর্কের সবুজ’তা ক্ষীণ হয়ে আজ
অবেলায় ঝরে যায়…।

অবেলায় ঝরলে বৃষ্টি
নিরর্থক বীজ বোনা
কল্প মেঘালয়ের স্বপ্নগুলো
নিরর্থক ভর্ৎসনা…।

বিবর্ণ ভালবাসা নিষ্পেষিত স্বার্থে
জাগতিক নিয়মের বেড়াজালে
স্তব্ধ হৃদয় হতাশার জাল বুনে
যত অভিযোগ বিবেকের নালিশে
রায় হিসেবে দুঃখই শেষে…।

আমিও প্রতিকূলতার দ্বন্দ্বে বিমুখ
হীনমন্যতায় হারিয়ে গেল প্রকৃত সুখ
স্বচ্ছতার মুখোচ্ছবি না দেখার ব্যর্থতা
ফুল রেখে কাটা খোঁজা সমাজের অসুখ…।

আমি অপারগ, ব্যর্থতার গ্লানিতে
বোঝাতে না পারার কষ্ট নির্বাক দৃষ্টিতে
তারপরও ভালবাসি সকল প্রতিবন্ধকতা ভেঁদে
কোমল হৃদয়ে, গভীর মমতায়, অবিচ্ছেদ্য সৃষ্টিতে…।