
নিজস্ব প্রতিবেদক,
চীনের ক্ষমতাসীন দল চীনা কমিউনিস্ট পার্টির আমন্ত্রণে চীন সফর শেষে দেশে ফিরেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী ও অন্যান্য ইসলামী দলের ১৪ সদস্যের প্রতিনিধিদলের সদস্য এবং জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের আমীর মোহাম্মদ সেলিম উদ্দিন।
৫ ডিসেম্বর বৃহস্পতিবার রাত ৯:৩৫টায় তিনি শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ভিআইপি টার্মিনালের এক্সিট গেটে পৌঁছলে তাকে ফুলেল শুভেচ্ছা জানান জামায়াতের ঢাকা মহানগরী উত্তরের নায়েবে আমীর ইঞ্জিনিয়ার গোলাম মোস্তফা, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও উত্তরের সেক্রেটারি ড. মুহাম্মদ রেজাউল করিম।
এ সময় উপস্থিত ছিলেন সহকারী সেক্রেটারি মাহফুজুর রহমান, নাজিম উদ্দীন মোল্লা, ডা. ফখরুদ্দিন মানিক, ইয়াসিন আরাফাত এবং প্রচার-মিডিয়া সম্পাদক আতাউর রহমান সরকার প্রমুখ।