চীন সফর শেষে দেশে ফিরলেন জামায়াত নেতা মোহাম্মদ সেলিম উদ্দিন


Hbtv news desw.
চীনের ক্ষমতাসীন দল চীনা কমিউনিস্ট পার্টির আমন্ত্রণে চীন সফর শেষে দেশে ফিরেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের আমীর মোহাম্মদ সেলিম উদ্দিন। তিনি ইসলামী দলসমূহের ১৪ সদস্যের একটি প্রতিনিধিদলের অংশ হিসেবে সফরে অংশ নেন।

৫ ডিসেম্বর, বৃহস্পতিবার রাত ৯:৩৫টায় তিনি শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ভিআইপি টার্মিনালের এক্সিট গেটে পৌঁছলে তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান ঢাকা মহানগরী উত্তরের নায়েবে আমীর ইঞ্জিনিয়ার গোলাম মোস্তফা, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও উত্তরের সেক্রেটারি ড. মুহাম্মদ রেজাউল করিম। এসময় আরও উপস্থিত ছিলেন সহকারী সেক্রেটারি মাহফুজুর রহমান, নাজিম উদ্দীন মোল্লা, ডা. ফখরুদ্দিন মানিক, ইয়াসিন আরাফাত এবং প্রচার-মিডিয়া সম্পাদক আতাউর রহমান সরকার।