নিজস্ব প্রতিবেদক,
[caption id="attachment_79758" align="aligncenter" width="150"] জামায়াত নেতা মো. শাহজালাল ভাইয়ের জানাযা অনুষ্ঠিত** [/caption]
বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরার সাবেক সদস্য ও অবিভক্ত ঢাকা মহানগরীর সাবেক মজলিসে শূরা ও কর্মপরিষদ সদস্য জনাব মো. শাহজালাল ভাইয়ের জানাযা আজ সকালে অনুষ্ঠিত হয়েছে।
রাজধানীর মিরহাজিরবাগের তামিরুল মিল্লাত কামিল মাদ্রাসা মাঠে সকাল ৮.৩০ মিনিটে জানাযার নামাজে ইমামতি করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
জানাযায় উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির ও সাবেক এমপি অধ্যাপক মুজিবুর রহমান, অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিম, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ড. খলিলুর রহমান মাদানী এবং ঢাকা মহানগরী দক্ষিণের নেতৃবৃন্দসহ আরও অনেকে।
মঙ্গলবার রাত ৯.০০টায় ইবনে সিনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মো. শাহজালাল ইন্তেকাল করেন। দীর্ঘদিন তিনি জামায়াতে ইসলামীতে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন।
মরহুমের রুহের মাগফিরাত কামনায় দোয়া করা হয় এবং তার পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করা হয়েছে।
H B Tv news.প্রধান উপদেষ্ঠা কাজী আবু মুসা H B Tv news.প্রধান উপদেষ্ঠা কাজী আবু মুসা সিদ্দিকী, হাফেজ নুরে আলম সিদ্দিকী,মাও: জুনাইদ আল হাবিব। প্রধান সম্পাদক :- কবি ও গবেষক - মাহমুদুল হাসান নিজামী, সম্পাদক ও প্রকাশক:- এম.কে.জাকির হোসাইন বিপ্লবী, সম্পাদক :- আহমেদ হোসাইন ছানু,সাধারণ সম্পাদক:- মোহাম্মদ আলী মোড়ল,মোছাঃ লিপি আক্তার, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক :-আহসান হাবীব ইমরুজ,আইন বিষয়ক সম্পাদক :-মোঃ আমিনুল ইসলাম,ধর্ম বিষয়ক সম্পাদক :- ডাঃ মাও:- শাহ্ কামাল,সাহিত্য বিষয়ক সম্পাদক :- কবি মিযানুর রহমান,গাজী লতা ইসলাম,প্রচার সম্পাদক:- রাহাদুল ইসলাম রাহাদ ও মনির খান, মিডিয়া সম্পাদক :-মোঃ সাইফুল্লাহ মিয়া,মোঃ আবু সাঈদ,যোগাযোগ:-হোয়াটসপ 01920125278/01715-907221.. প্রধান কার্যালয়:- মতিঝিল,তোফখানা রোড, সেগুন বাগিচা,হাইস্কুলের বিপরীত পার্শ্বে,স্বরলিপি পাবলিকেশন।www.hbtvbd.com/[email protected]