তলব পেয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ে ভারতের রাষ্ট্রদূত, ত্রিপুরার ঘটনায় কড়া প্রতিবাদ

ত্রিপুরায় বাংলাদেশি মিশনে হামলার প্রতিবাদে ভারতের রাষ্ট্রদূত প্রণয় ভার্মাকে তলব করেছে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়। তদন্ত ও নিরাপত্তা জোরদারের আহ্বান জানানো হয়েছে।
তলব পেয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ে ভারতের রাষ্ট্রদূত, ত্রিপুরার ঘটনায় কড়া প্রতিবাদ


নিজস্ব প্রতিবেদক,

বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব পেয়েছেন বাংলাদেশে নিযুক্ত ভারতের রাষ্ট্রদূত প্রণয় ভার্মা। ত্রিপুরার রাজধানী আগরতলায় বাংলাদেশের সহকারী হাই কমিশনে হামলার ঘটনায় আনুষ্ঠানিক প্রতিবাদ জানানোর জন্য তাকে তলব করা হয়।
মঙ্গলবার (৩ ডিসেম্বর) বিকেল ৪টায় রাষ্ট্রদূত প্রণয় ভার্মা পররাষ্ট্র মন্ত্রণালয়ে উপস্থিত হন। সেখানে তার সঙ্গে বৈঠক করেন ভারপ্রাপ্ত পররাষ্ট্র সচিব রিয়াজ হামিদুল্লাহ।
এর আগে, সোমবার (২ ডিসেম্বর) ত্রিপুরার ঘটনায় একটি প্রতিবাদপত্র প্রকাশ করে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়। এতে বলা হয়, “ত্রিপুরায় বাংলাদেশি মিশনে আক্রমণকারীদের কর্মকাণ্ডে স্থানীয় প্রশাসনের নিষ্ক্রিয়তা স্পষ্ট।”
বাংলাদেশ সরকার ঘটনার তীব্র নিন্দা জানিয়ে এ বিষয়ে ভারতের কেন্দ্রীয় সরকারের তাৎক্ষণিক পদক্ষেপ এবং ঘটনা তদন্তের দাবি জানিয়েছে। একই সঙ্গে ভারতে অবস্থিত বাংলাদেশি কূটনৈতিক মিশনগুলোর নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানানো হয়েছে।
উল্লেখ্য, এ ঘটনায় ত্রিপুরার স্থানীয় প্রশাসন তিন পুলিশ সদস্যকে বরখাস্ত করেছে।