নিজস্ব প্রতিবেদক,
দেশের চলমান রাজনৈতিক অস্থিরতা নিরসনে অন্তর্বর্তীকালীন সরকারের প্রতিনিধিরা ঘোষণা দিয়েছেন যে সব রাজনৈতিক দলের জন্য আলোচনা উন্মুক্ত থাকবে। তারা শিক্ষার্থীদের আন্দোলন সম্পর্কে বলেছেন, দাবিগুলো নিয়মমাফিক উপস্থাপন করা উচিত এবং আন্দোলনের কারণে সড়ক ও যান চলাচল বাধাগ্রস্ত হওয়া উচিত নয়।
**প্রধান দিকসমূহ:**
- রাজনৈতিক আলোচনার মাধ্যমে চলমান সংকটের সমাধান।
- শিক্ষার্থীদের সঙ্গে সরকারের সংলাপ ও সমঝোতার প্রচেষ্টা।
- শান্তিপূর্ণ উপায়ে দাবিসমূহ উত্থাপনের আহ্বান।
**বিশ্লেষণ:**
রাজনৈতিক বিশেষজ্ঞদের মতে, এই উদ্যোগ জাতীয় স্থিতিশীলতা নিশ্চিত করতে এবং রাজনৈতিক বিভাজন দূর করতে সহায়ক হতে পারে। তবে, বিভিন্ন বিরোধী দল এই আহ্বানকে সন্দেহের চোখে দেখছে।
**সূত্র:** বাংলা ট্রিউবিউন
H B Tv news.প্রধান উপদেষ্ঠা কাজী আবু মুসা H B Tv news.প্রধান উপদেষ্ঠা কাজী আবু মুসা সিদ্দিকী, হাফেজ নুরে আলম সিদ্দিকী,মাও: জুনাইদ আল হাবিব। প্রধান সম্পাদক :- কবি ও গবেষক - মাহমুদুল হাসান নিজামী, সম্পাদক ও প্রকাশক:- এম.কে.জাকির হোসাইন বিপ্লবী, সম্পাদক :- আহমেদ হোসাইন ছানু,সাধারণ সম্পাদক:- মোহাম্মদ আলী মোড়ল,মোছাঃ লিপি আক্তার, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক :-আহসান হাবীব ইমরুজ,আইন বিষয়ক সম্পাদক :-মোঃ আমিনুল ইসলাম,ধর্ম বিষয়ক সম্পাদক :- ডাঃ মাও:- শাহ্ কামাল,সাহিত্য বিষয়ক সম্পাদক :- কবি মিযানুর রহমান,গাজী লতা ইসলাম,প্রচার সম্পাদক:- রাহাদুল ইসলাম রাহাদ ও মনির খান, মিডিয়া সম্পাদক :-মোঃ সাইফুল্লাহ মিয়া,মোঃ আবু সাঈদ,যোগাযোগ:-হোয়াটসপ 01920125278/01715-907221.. প্রধান কার্যালয়:- মতিঝিল,তোফখানা রোড, সেগুন বাগিচা,হাইস্কুলের বিপরীত পার্শ্বে,স্বরলিপি পাবলিকেশন।www.hbtvbd.com/[email protected]