
নিজস্ব প্রতিবেদক,
আমার দেশ পত্রিকার মজলুম সম্পাদক ড. মাহমুদুর রহমানসহ সংশ্লিষ্ট সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের আমীর মো. নূরুল ইসলাম বুলবুল।
আজ (২৬ ডিসেম্বর) বৃহস্পতিবার দুপুরে বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের নেতৃবৃন্দ দৈনিক আমার দেশ পত্রিকা অফিসে পরিদর্শনে যান। কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের আমীর মো. নূরুল ইসলাম বুলবুলের নেতৃত্বে এবং কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদের পরিচালনায় ৭ সদস্য বিশিষ্ট দলে আরও ছিলেন কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের নায়েবে আমীর ড. হেলাল উদ্দিন, ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে) সভাপতি মো. শহিদুল ইসলাম, ঢাকা মহানগরী দক্ষিণের সহকারী অফিস সম্পাদক ও মিডিয়া সমন্বয়ক আব্দুস সাত্তার সুমন, প্রচার ও মিডিয়া সহকারী সাইফুল ইসলাম মিঠু সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।