
আজ শুক্রবার সকালে রাজধানীর আইডিইবি হলরুমে ব্যাংকার্স কল্যাণ ফোরাম (বিকেএফ) এর উদ্যোগে এক সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ।
বিকেএফ এর সভাপতি জনাব আব্দুল জলিলের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় মজলিসে শুরার সদস্য ও মহানগরী দক্ষিণের সহকারী সেক্রেটারি ড. মুহাম্মদ আব্দুল মান্নান এবং মহানগরী কর্মপরিষদ সদস্য অ্যাডভোকেট এস এম কামাল উদ্দিন।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বিকেএফ এর সেক্রেটারি গিয়াস উদ্দিন। এ সময় উপস্থিত ছিলেন ফোরামের টিম সদস্য ইঞ্জিনিয়ার মোঃ আবুল বাশার, আইবিওসিএসএল কর্মকর্তা মোঃ আব্দুল আজিজসহ ফোরামের অন্যান্য নেতৃবৃন্দ।
Post Views: ৮৯