বাংলা ইসলামি গানের জগতে অবিস্মরণীয় এক নাম, প্রখ্যাত গীতিকার ও কবি আব্দুল কাদের হাওলাদার আর আমাদের মাঝে নেই।গতকাল( ২০ শে নভেম্বর ২০২৪) তিনি ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তার মৃত্যুতে বাংলা সংস্কৃতি ও ইসলামী সংগীতাঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে।
আব্দুল কাদের হাওলাদার তার অনন্য লেখনী ও সুরের মাধুর্যে যুগের পর যুগ শ্রোতাদের মুগ্ধ করে রেখেছেন। ইসলামী চেতনার গান রচনায় তিনি ছিলেন অগ্রগণ্য। তার রচিত ও সুরারোপিত বহু গান আজও মানুষের হৃদয়ে বেঁচে আছে এবং ইসলামী মূল্যবোধ ছড়িয়ে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।
তার পরিবার ও শুভানুধ্যায়ীরা জানিয়েছেন, দীর্ঘদিন ধরে তিনি বার্ধক্যজনিত বিভিন্ন রোগে ভুগছিলেন। তার জানাজা ও দাফন সংক্রান্ত বিস্তারিত সময় পরে জানানো হবে।
আল্লাহ তায়ালা তাকে জান্নাতুল ফেরদৌস দান করুন এবং তার পরিবারকে এই শোক সইবার তাওফিক দিন।
H B Tv news.প্রধান উপদেষ্ঠা কাজী আবু মুসা H B Tv news.প্রধান উপদেষ্ঠা কাজী আবু মুসা সিদ্দিকী, হাফেজ নুরে আলম সিদ্দিকী,মাও: জুনাইদ আল হাবিব। প্রধান সম্পাদক :- কবি ও গবেষক - মাহমুদুল হাসান নিজামী, সম্পাদক ও প্রকাশক:- এম.কে.জাকির হোসাইন বিপ্লবী, সম্পাদক :- আহমেদ হোসাইন ছানু,সাধারণ সম্পাদক:- মোহাম্মদ আলী মোড়ল,মোছাঃ লিপি আক্তার, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক :-আহসান হাবীব ইমরুজ,আইন বিষয়ক সম্পাদক :-মোঃ আমিনুল ইসলাম,ধর্ম বিষয়ক সম্পাদক :- ডাঃ মাও:- শাহ্ কামাল,সাহিত্য বিষয়ক সম্পাদক :- কবি মিযানুর রহমান,গাজী লতা ইসলাম,প্রচার সম্পাদক:- রাহাদুল ইসলাম রাহাদ ও মনির খান, মিডিয়া সম্পাদক :-মোঃ সাইফুল্লাহ মিয়া,মোঃ আবু সাঈদ,যোগাযোগ:-হোয়াটসপ 01920125278/01715-907221.. প্রধান কার্যালয়:- মতিঝিল,তোফখানা রোড, সেগুন বাগিচা,হাইস্কুলের বিপরীত পার্শ্বে,স্বরলিপি পাবলিকেশন।www.hbtvbd.com/[email protected]