
যুক্তরাজ্যে ছেলে শিশুদের সবচেয়ে জনপ্রিয় নাম হিসেবে শীর্ষস্থান দখল করেছে ‘মুহাম্মদ’। ইংল্যান্ড ও ওয়েলসের ২০২৩ সালের নামের তালিকায় ‘নোয়াহ’-কে সরিয়ে মুহাম্মদ প্রথম স্থান অর্জন করেছে বলে জানিয়েছে অফিস ফর ন্যাশনাল স্ট্যাটিস্টিকস (ওএনএস)।
বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, ২০১৬ সাল থেকে মুহাম্মদ নামটি শীর্ষ ১০-এর মধ্যে ছিল এবং ২০২২ সালে এটি দ্বিতীয় স্থানে ছিল। বানানের ভিন্নতার কারণে এটি আগে তালিকার শীর্ষে ওঠেনি। এককভাবে নামটি লেখা হলে এর জনপ্রিয়তা আরও বেশি দেখা যেত।
আন্তর্জাতিক নিউজ ডেক্স
নিজস্ব প্রতিবেদক,
অন্যদিকে, মেয়ে শিশুদের ক্ষেত্রে শীর্ষ তিনটি নাম— অলিভিয়া, অ্যামেলিয়া এবং ইসলা— ২০২৩ সালেও অপরিবর্তিত রয়েছে।
ওএনএস জানায়, আরবি নামগুলোর জনপ্রিয়তা উল্লেখযোগ্য হারে বাড়ছে। ছেলেদের মধ্যে ‘আয়মান’ এবং ‘হাসান’ নামের জনপ্রিয়তা যথাক্রমে ৪৭% এবং ৪৩% বৃদ্ধি পেয়েছে। মেয়ে শিশুদের মধ্যে ‘আইজাল’ নামটি ৪৮% বেশি জনপ্রিয় হয়েছে।
এদিকে, ব্রিটিশ রাজপরিবারের সঙ্গে সংশ্লিষ্ট নামগুলোর জনপ্রিয়তা কমছে। যেমন— চার্লস, জর্জ এবং হ্যারি নামগুলোর স্থান তালিকায় ক্রমশ নিচে নেমে যাচ্ছে।