
এম.কে.জাকির হোসাইন বিপ্লবী
কবি সাহিত্যিক
না ফেরার দেশে চলে গেলেন,সাহিত্যের ফেরিওয়ালা কবি রফিক মাহমুদ। ১৩ই নভেম্বর (গতকাল) বুধবার সকাল সারে নয়টায় দুনিয়া মায়া ত্যাগ করেছেন,কবি ও সংগঠক কবি রফিক মাহমুদ। গাজিপুরের মা ও মাটির সন্তান প্রয়াত কবি। জীবন নামক ট্রাজেডির সাথে সময় কাটিয়েছেন কবি রফিক মাহমুদ। তবুও মুখে ছিলো হাসি।বুকে চাপা কান্না আর মুখে মায়াবী হাসি রেখে সাহিত্যের প্রেমে এক প্রান্ত থেকে অন্য প্রান্তে
ছুটে যেতো প্রীয় কবি। অনেক ভালো ও সৎ ব্যাক্তি ছিলেন তিনি। কবির মৃত্যু মূহূর্তের মধ্যে সকল পরিচিত কবি সাহিত্যিকদের হৃদয় স্তব্ধ হয়ে,শোকের ছায়ায় পরিনত করেছে সামাজিক যোগাযোগ মাধ্যম।বিশেষ সূত্রে জানা যায় অতিরিক্ত রক্তচাপে কবির মৃত্যু হয়েছে।প্রীয় কবির রুহের মাগফেরাত কামনা করছি।
Post Views: ৯০