শ্রমিকরা হলো মানব সম্পদ
দেশের মুক্তা মনি,
শ্রমিকরাই পারে প্রিয় দেশটাকে
বানাতে সোনার খনি।
তারাই দেশের শ্রেষ্ঠ সন্তান
জড়ায় রক্ত ঘাম,
বিনিময়ে পায়না তারা
তাদের ন্যায্য দাম।
আজও শ্রমিক মরছে দুঃখে
করছে আন্দোলন,
ন্যায্য দাবি আদায় করতে
রাজপথ রণাঙ্গন।
যেই শ্রমিকের ঘামের টাকায়
মালিকের পকেট ভারি,
রক্ত পানি করে শ্রমিক
মালিক চালায় গাড়ি।
না খেয়ে না হয় থাকে শ্রমিক
মালিকের কি যায় আসে,
মালিকের শর্তে শ্রমিক বাধা
কোনরকম বাঁচে।
শোষকগুষ্ঠী মালিক গুলো
নাহি বোঝে শ্রমিকের কষ্ট,
দিবারাত্রি পরিশ্রম করে
জীবন করছে নষ্ট।
পেটের দায়ে খাটে শ্রমিক
ভূলে যায় রাতদিন,
তবুও নাকি মালিকের কাছে
শ্রমিকের অনেক ঋণ।
শ্রমিকের টাকায় সুখী মালিক
শ্রমিক মরে দুখে,
একদিন যদি কাজ না করে
পরিবার মরবে বুকে।
H B Tv news.প্রধান উপদেষ্ঠা কাজী আবু মুসা H B Tv news.প্রধান উপদেষ্ঠা কাজী আবু মুসা সিদ্দিকী, হাফেজ নুরে আলম সিদ্দিকী,মাও: জুনাইদ আল হাবিব। প্রধান সম্পাদক :- কবি ও গবেষক - মাহমুদুল হাসান নিজামী, সম্পাদক ও প্রকাশক:- এম.কে.জাকির হোসাইন বিপ্লবী, সম্পাদক :- আহমেদ হোসাইন ছানু,সাধারণ সম্পাদক:- মোহাম্মদ আলী মোড়ল,মোছাঃ লিপি আক্তার, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক :-আহসান হাবীব ইমরুজ,আইন বিষয়ক সম্পাদক :-মোঃ আমিনুল ইসলাম,ধর্ম বিষয়ক সম্পাদক :- ডাঃ মাও:- শাহ্ কামাল,সাহিত্য বিষয়ক সম্পাদক :- কবি মিযানুর রহমান,গাজী লতা ইসলাম,প্রচার সম্পাদক:- রাহাদুল ইসলাম রাহাদ ও মনির খান, মিডিয়া সম্পাদক :-মোঃ সাইফুল্লাহ মিয়া,মোঃ আবু সাঈদ,যোগাযোগ:-হোয়াটসপ 01920125278/01715-907221.. প্রধান কার্যালয়:- মতিঝিল,তোফখানা রোড, সেগুন বাগিচা,হাইস্কুলের বিপরীত পার্শ্বে,স্বরলিপি পাবলিকেশন।www.hbtvbd.com/[email protected]