
নিজস্ব প্রতিবেদক,
রাজধানীর ধূপখোলা মাঠে যুব উন্নয়ন সংস্থা আয়োজিত বিজয় দিবস ২০২৪ উপলক্ষে আন্তঃথানা ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি এবং বাউফল ফাউন্ডেশনের চেয়ারম্যান ড. শফিকুল ইসলাম মাসুদ।
শুক্রবার (৬ ডিসেম্বর) সকালে সংস্থার উপদেষ্টা মুহাম্মদ কামাল হোসাইনের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তিনি টুর্নামেন্টের উদ্বোধন ঘোষণা করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় যুব পরিচালক মো. কামরুল ইসলাম, মো. রুহুল আমিন, মুহাম্মদ বুরহানউদ্দীন, ৪৫ নং ওয়ার্ডের যুব নেতা ও বিশিষ্ট সমাজসেবক মুহাম্মদ আব্দুল মান্নান, মো. রবিউল ইসলাম, নোমান শিকদার, মো. মুতাসিম বিল্লাহ, এবং মো. মাহফুজুর রহমান।