*দশ ট্রাক অস্ত্র মামলা: ডেথ রেফারেন্স ও আপিল শুনানিতে পেপারবুক উপস্থাপন চলছে*

**চট্টগ্রাম দশ ট্রাক অস্ত্র মামলা: ডেথ রেফারেন্স ও আপিল শুনানিতে পেপারবুক উপস্থাপন চলছে**
**দশ ট্রাক অস্ত্র মামলা: ডেথ রেফারেন্স ও আপিল শুনানিতে পেপারবুক উপস্থাপন চলছে**


নিজস্ব প্রতিবেদক,

চট্টগ্রামের বহুল আলোচিত দশ ট্রাক অস্ত্র মামলা নিয়ে ডেথ রেফারেন্স ও আপিলের শুনানি চলছে। আজ রোববার বেলা সোয়া ১১টায় হাইকোর্টের বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি নাসরিন আক্তারের সমন্বয়ে গঠিত বেঞ্চে রাষ্ট্রপক্ষ তাদের যুক্তিতর্ক উপস্থাপন শুরু করে।

এর আগে গত ৬ নভেম্বর মামলার ডেথ রেফারেন্স ও আপিল শুনানি শুরু হয়। বর্তমানে রাষ্ট্রপক্ষ মামলার পেপারবুক উপস্থাপন করছে। আসামিপক্ষে যুক্তিতর্ক উপস্থাপনের জন্য প্রস্তুতি নিচ্ছেন আইনজীবী শিশির মনির।

রাষ্ট্রপক্ষে ডেপুটি অ্যাটর্নি জেনারেল সুলতানা আক্তার রুবী ও সহকারী অ্যাটর্নি জেনারেল মো. আসিফ ইমরান জিসান উপস্থিত আছেন। আসামিদের পক্ষে যুক্তি উপস্থাপন করছেন আইনজীবী এস এম শাহজাহান ও শিশির মনির।

২০০৪ সালে চট্টগ্রামে দশ ট্রাক অস্ত্র আটক হওয়ার ঘটনায় দায়ের হওয়া চোরাচালান মামলায় বিশেষ ক্ষমতা আইনে ২০১৪ সালে ১৪ জন আসামিকে মৃত্যুদণ্ড দেন স্পেশাল ট্রাইব্যুনাল-১। দণ্ডপ্রাপ্তদের মধ্যে আছেন সাবেক শিল্পমন্ত্রী মতিউর রহমান নিজামী, সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর এবং উলফার সামরিক কমান্ডার পরেশ বড়ুয়া।

অন্য একটি অস্ত্র মামলায় একই আসামিদের যাবজ্জীবন কারাদণ্ড এবং অতিরিক্ত সাত বছরের কারাদণ্ড দেন আদালত। সেই সঙ্গে প্রত্যেককে পাঁচ লাখ টাকা জরিমানা করা হয়।

মৃত্যুদণ্ডপ্রাপ্ত অন্য আসামিরা হলেন এনএসআইর সাবেক মহাপরিচালক মেজর জেনারেল রেজ্জাকুল হায়দার চৌধুরী, ব্রিগেডিয়ার জেনারেল আব্দুর রহিম, ডিজিএফআইর সাবেক পরিচালক সাহাবুদ্দিন আহমেদ, এবং আরো কয়েকজন উচ্চপদস্থ কর্মকর্তা ও সহযোগী।

বর্তমানে ডেথ রেফারেন্স ও আসামিদের করা আপিল হাইকোর্টে বিচারাধীন।

**সূত্র:** বাসস