
নিজস্ব প্রতিবেদক,
বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরার সাবেক সদস্য ও অবিভক্ত ঢাকা মহানগরীর সাবেক মজলিসে শূরা ও কর্মপরিষদ সদস্য জনাব মো. শাহজালাল ভাইয়ের জানাযা আজ সকালে অনুষ্ঠিত হয়েছে।
রাজধানীর মিরহাজিরবাগের তামিরুল মিল্লাত কামিল মাদ্রাসা মাঠে সকাল ৮.৩০ মিনিটে জানাযার নামাজে ইমামতি করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
জানাযায় উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির ও সাবেক এমপি অধ্যাপক মুজিবুর রহমান, অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিম, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ড. খলিলুর রহমান মাদানী এবং ঢাকা মহানগরী দক্ষিণের নেতৃবৃন্দসহ আরও অনেকে।
মঙ্গলবার রাত ৯.০০টায় ইবনে সিনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মো. শাহজালাল ইন্তেকাল করেন। দীর্ঘদিন তিনি জামায়াতে ইসলামীতে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন।
মরহুমের রুহের মাগফিরাত কামনায় দোয়া করা হয় এবং তার পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করা হয়েছে।