শ্রমিকের আর্তনাদ


এম.কে.জাকির হোসাইন বিপ্লবী

শ্রমিকরা হলো মানব সম্পদ
দেশের মুক্তা মনি,
শ্রমিকরাই পারে প্রিয় দেশটাকে
বানাতে সোনার খনি।

তারাই দেশের শ্রেষ্ঠ সন্তান
জড়ায় রক্ত ঘাম,
বিনিময়ে পায়না তারা
তাদের ন্যায্য দাম।

আজও শ্রমিক মরছে দুঃখে
করছে আন্দোলন,
ন্যায্য দাবি আদায় করতে
রাজপথ রণাঙ্গন।

যেই শ্রমিকের ঘামের টাকায়
মালিকের পকেট ভারি,
রক্ত পানি করে শ্রমিক
মালিক চালায় গাড়ি।

না খেয়ে না হয় থাকে শ্রমিক
মালিকের কি যায় আসে,
মালিকের শর্তে শ্রমিক বাধা
কোনরকম বাঁচে।

শোষকগুষ্ঠী মালিক গুলো
নাহি বোঝে শ্রমিকের কষ্ট,
দিবারাত্রি পরিশ্রম করে
জীবন করছে নষ্ট।

পেটের দায়ে খাটে শ্রমিক
ভূলে যায় রাতদিন,
তবুও নাকি মালিকের কাছে
শ্রমিকের অনেক ঋণ।

শ্রমিকের টাকায় সুখী মালিক
শ্রমিক মরে দুখে,
একদিন যদি কাজ না করে
পরিবার মরবে বুকে।